ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
দেশ গড়ার জন্য প্রকৌশলীদের সৎ ও দক্ষ হওয়ার পাশাপাশি গবেষণা মূলক কাজেও এগিয়ে আসতে হবে: ডা. শফিকুর রহমান

দেশ গড়ার জন্য প্রকৌশলীদের সৎ ও দক্ষ হওয়ার পাশাপাশি গবেষণা মূলক কাজেও এগিয়ে আসতে হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

”নতুন বাংলাদেশের অঙ্গীকার, সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ার“ স্লোগানে ২৫ ডিসেম্বর ২০২৪, কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে পালিত হলো ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন।

ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ও যুগ্ম সম্পাদক আবদুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ফোরামের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটি গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ দিবস। এই ফোরামের মাধ্যমে বাংলাদেশে সৎ ও দক্ষ প্রকৌশলী তৈরি হচ্ছে প্রতিনিয়ত। যারা দেশের জন্য সারাজীবন মাঠে ময়দানে কাজ করেন ‘২৪ এর স্বাধীনতার জন্য যাদের ৯ জন প্রকৌশলী জীবন দিয়ে, অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করছি।"

তিনি আরও বলেন, "ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের অপশাসন, জুলুম-নির্যাতন ও গুম-খুন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, শান্তিতে-স্বস্তিতে থাকার সুযোগ পাচ্ছে এবং দেশ ভঙ্গুর অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে।" এমতাবস্থায়, পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা আবার দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান এবং প্রকৌশলীদের প্রতি দেশের উন্নয়নে নিজেদের প্রকৌশল বিদ্যাকে কাজে লাগিয়ে সৎ ও দক্ষতার দেশ গড়ার জন্য নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান।

প্রধান বক্তা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আপনাদের নিজেদের ও গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে"

বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "নতুন বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, গুম-খুন মুক্ত। প্রযুক্তি নির্ভর শক্তিশালী সোনার বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করা প্রয়োজন।"

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আইডিইবি’র অন্তবর্তিকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেন, সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী মোশাররফ হোসেন শেখ, প্রকৌশলী তৈয়বুর রহমান জাহাঙ্গির, প্রকৌশলী আবুল হাসেম, প্রকৌশলী মাোস্তফা কামাল , প্রকৌশলী আবু মেহেদী, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্র্কৌশলী আবদুল হাই, প্রকৌশলী আবদুস সামাদ সরদার, প্রকৌশলী শাহজাহান কবির রিপন, প্রকৌশলী ফজলুল হক, প্রকৌশলী বোরহান উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা, র্যা লি ও দোয়ার মাধ্যমে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, ফোরামের নেতৃত্ববৃন্দ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন