ডার্ক মোড
Tuesday, 24 December 2024
ePaper   
Logo
নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিলকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের বড় মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার ৬নম্বর আসামি খলিলুর রহমান। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়টি মামলা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন