ডার্ক মোড
Tuesday, 21 May 2024
ePaper   
Logo
নেশার টাকা না পেয়ে সিরাজদিখানে মাদকসেবীর আত্মহত্যা

নেশার টাকা না পেয়ে সিরাজদিখানে মাদকসেবীর আত্মহত্যা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ সিরাজদিখানে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আলী (৩৪) নামে এক ইলেকট্রিক শ্রমিক আত্মহত্যা করেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার মালিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই গ্রামের মোঃ খোকন হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া এবং ঢাকা কেরানীগঞ্জ রাজাবাড়ি এলাকার মৃত আমীর আলীর ছেলে। তার হীমেল (১১) ও সিয়াম (৩) নামে দুই ছেলে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে তার স্ত্রী সম্পা বেগমের সঙ্গে রোজ বাকবিতন্ডা এমনকি মারামারিও করতেন।

সোমবার রাতে মাদকের টাকা চেয়ে না পেয়ে রাতের ১২টা পরে কোনো একসময় বাড়ির বাইরে আমগাছের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দেন মোহাম্মদ আলী।

রশুনিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি তদন্ত মোঃ মুক্তার হোসেন বলেন,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বুঝা যাবে এটা আত্ম হত্যা না অন্য কিছু।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন