ডার্ক মোড
Wednesday, 30 October 2024
ePaper   
Logo
নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত: উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ

নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত: উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদের বিষয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত বলেও এসময় মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, এটা আমাদের ব্যক্তিগত মতামত।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন