ডার্ক মোড
Thursday, 19 September 2024
ePaper   
Logo
নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ সম্পন্ন করা হবে

নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ সম্পন্ন করা হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রশাসক মো. মাহমুদুল হাসান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্লিনারবাসীদের জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন এবং আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় ডিএনসিসি প্রশাসক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এসময় প্রকল্পের কাজের গুণগতমান নিশ্চিত করার বিষয়ে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, চলমান কাজগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। কাজের গতি বাড়াতে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন সবসময় সচল রাখতে হবে এবং এটির আধুনিকীকরণ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরি, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল), আবুল হাসনাত মো. আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), ড্রেনেজ সার্কেল, মোহাম্মদ আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা) মো. ফরহাদ প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন