ডার্ক মোড
Friday, 13 September 2024
ePaper   
Logo
নিরাপত্তার বিষয়ে কথা বলতে ডিবিতে গিয়েছিলাম : ইমন

নিরাপত্তার বিষয়ে কথা বলতে ডিবিতে গিয়েছিলাম : ইমন

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেছেন, ‘আমি এমন কোনো দোষ করিনি, যে আমাকে তলব করবে। আমিই আমার নিরাপত্তার বিষয়ে কথা বলতে ডিবিতে গিয়েছিলাম।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনাকে কেন্দ্র করে ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আজ মঙ্গলবার সকালে ইমন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি নিজেই গতকাল রাতে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। কারণ, এখন মানুষ এ বিষয়টি নিয়ে নানাভাবে কথা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কথা বলছেন। এমন হতেই পারে, আমার ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হ্যাক হতে পারে। আমার এসব শঙ্কার জায়গাগুলো থেকে মূলত আমার সাইবার নিরাপত্তার বিষয়ে কথা বলতে যাওয়া সেখানে।’

ইমন আরও বলেন, ‘তারপর ডিবি থেকে এসব বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়, ফোনালাপটি ফাঁস হলো কীভাবে; আমার দায় আছে কি না। যা ঘটনা আমি বলেছি। আমার এখানে কোনো দোষ নেই, সেটাও জানিয়েছি। তখন ডিবি থেকে আমাকে চিন্তা না করার জন্য বলা হয়েছে।’

ইমন বলেন, ‘আমি এমন কোনো দোষ করিনি, যে আমাকে তলব করবে। আমিই আমার নিরাপত্তার বিষয়ে কথা বলতে ডিবিতে গিয়েছিলাম।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন