ডার্ক মোড
Wednesday, 22 May 2024
ePaper   
Logo
নালিতাবাড়িতে জাতীয় পতাকার আদলে ধানক্ষেত

নালিতাবাড়িতে জাতীয় পতাকার আদলে ধানক্ষেত

শেরপুর প্রতিনিধি:

শিল্পীর রং-তুলির আঁচড়ে নয়, ফসলের খেতে সবুজ বেগুনি ধানের চারা লাগিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকার রূপ। আরএকাজটি করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষক রঞ্জিতসাহা। তিনি নিজের ফসলের মাঠে সবুজ ও বেগুনি  ধানের চারা দিয়ে তৈরি করেছেন জাতীয়পতাকার প্রতিকৃতি।

উপজেলা শহরের ওদূরে  কদমতলীবাজার পার হলেইদেবীপুর গ্রামের সড়কঘেঁষা ৬০ শতাংশ ধানের জমিতে চমৎকারভাবে বেগুনি ধানআর সবুজ ধানের মিশ্রণে জাতীয় পতাকার একঅনন্য শস্যচিত্রের কর্ম চোখে পড়ে।এর আগেও তিনি ধান খেতে জাতীয় পতাকার আকৃতিতে দুই জাতেরধান রোপণ করেরীতিমতো আলোড়ন তৈরি করেছেন এলাকাজুড়ে।

পুষ্টিগুণসমৃদ্ধ এই বেগুনি ধানের চাষ দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে  লোকজন এখানে আসছেন। দেখছেন ধান খেত, তুলছেন ছবি, কেউবা আবার বীজ নেওয়ার জন্য আগ্রহপ্রকাশ করছেন।স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর বেগুনি রঙের ধানের আবাদ কয়েক বছর যাবত শুরু হয়েছে।এধানের নাম ‘পার্পল লিফ রাইস’।এই ধানগাছের পাতা ও বেগুনি। এর চালের রং বেগুনি।তাই কৃষকদের কাছে এখন পর্যন্ত এ ধানের পরিচিতি বেগুনি রঙের ধান বা রঙিন ধান হিসেবে।দিন দিন কৃষকদের কাছে এই ধানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত মাঠজুড়ে সবুজ আর সবুজ।একটু খেয়াল করলেই দেখা যায় সবুজের মাঠে মাঝখানে বেগুনি রঙ। সবুজ ধানের বেষ্টুনিরকাছে গেলে মনে হয় বেগুনি রঙের জায়গাটুকু কোনো আগাছা বা বালাই আক্রান্ত ধান হবে।কিন্তু না, এটি এমন একটি ধানের জাত, যার পাতা ও কান্ডের রং বেগুনি। এমন ভাবে তৈরি করেছেন যা দেখতে অনেকই জাতীয় পতাকার মতো।ধানক্ষেতে জাতীয় পতাকার আকৃতির এমন দৃশ্য 
দেখে মুগ্ধ কলেজছাত্র রাকিবুল ইসলাম, তিনি জানায়,ধান খেতের চারপাশে সবুজ রঙের ধা আর মাঝখানে বেগুনি রঙের ধান রোপন করায় দেশের জাতীয় পতাকার আদলে হয়েছে। যা দেখতে খুবই সুন্দরদেখাচ্ছে।তাই জমির কাছে গিয়ে একটি সেলফি তুলেছেন বলে জানান।
পথচারী শান্ত মিয়া জানায়  আমাদের জাতীয় পতাকার মতো দেখতেধান খেতটি।যদিও জাতীয় পতাকারমতো কালার হয়নি।এরপরেও অনেকটাই জাতীয় পতাকার মতোদেখতে খুবই ভালো  লাগছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, ধান খেতের মধ্যে বেগুনি ধান দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে
খেত যা সৌন্দর্য বৃদ্ধি করেছে।পাশাপাশি এই বেগুনি ধান পুষ্টিগুণ বেশি।তাই দিন দিন বেগুনি ধান চাষাবাদের প্রতি আগ্রহ বারছে কৃষকদের মাঝে ।যেসব চাষি বেগুনি ধানের আবাদ করেছেন তাদের সঙ্গে কৃষি বিভাগ নিয়মিত যোগাযোগ রাখছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন