নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার মুকুন্দি গাজীপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এছাড়াও আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বাটছাড়া চাইনিজ রাইফেলসহ একটি ট্রাংক শিবপুর এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো আড়াইহাজার পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান মোল্লা (৪৮)। তাকে ভাংচুর ও বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরজন হলো দিঘিরপাড়া এলাকার স্থানীয় আওয়ামী লীগ কর্মী রাজু মিয়া (৩৩)। তাকে দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া হত্যা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।