ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
নাফিজ সরাফাতের বিরুদ্ধে তদন্ত শুরু দুদকের

নাফিজ সরাফাতের বিরুদ্ধে তদন্ত শুরু দুদকের

নিজস্ব প্রতিবেদক

আর্থিক খাতের বিতর্কিত চরিত্র চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান। তিনি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানার সঙ্গে যুক্ত। এ ছাড়া তাঁর মোবাইলের টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যমসহ নানা ব্যবসা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক পরিচালক বলেন, নাফিজ সরাফাত পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সহায়তা নিয়ে পদ্মা ব্যাংক দখল করেছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে শেয়ারবাজার থেকে ৮০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে পদ্মা ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়েছে। ইতিমধ্যে তাঁর এসব অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংকসহ সরকারি বিভিন্ন সংস্থার কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন