
ফরহাদুল ইসলাম মনির : রেলওয়ের দুর্নীতির অপ্রতিরোধ্য সম্রাট
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস ) অফিস, পাহাড়তলী, চট্টগ্রামের অধীনে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রকের ক্রয়-২ দপ্তরে কর্মরত স্টেনো টাইপিস্ট কাম পিএ-২ পদে ফরহাদুল ইসলাম মনির গত ১৭ বছর ধরে একই পদে একটানা বহাল রয়েছেন একই পদে দীর্ঘদিন থাকার ফলে ব্যাপক অনিয়ম- দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এই মনির।
অভিযোগে জানা যায়, কাগজে কলমে তিনি একজন সাধারণ কর্মচারী হলেও, বাস্তবে তিনি রেলওয়ের ফরেন ডিজেল লোকোমোটিভ স্পেয়ারস ক্রয়ের সবচেয়ে শক্তিশালী ও দুর্নীতিবাজ ব্যক্তি।
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির কৌশল :
মনির অফিসে এক অঘোষিত সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করছে সবকিছু ।
বিদেশি সরবরাহকারীদের নিবন্ধন প্রক্রিয়ায় তিনি প্রভাব খাটিয়ে গোপন তথ্য পাচার করেন করেন বলে গুরুতর অভিযোগ রয়েছে।
নির্দিষ্ট কিছু দুর্নীতিবাজ ঠিকাদারকে টাকার বিনিময়ে প্রাধান্য দেন এবং সরবরাহকারীদের তালিকাভুক্ত আইটেম সংখ্যা বাড়ানো হয়, যাতে দরপত্রে তাদের সুবিধা নিশ্চিত হয়।
দরপত্র শুরুর আগেই বাজারদর, বাজেট ও টেকনিক্যাল তথ্য ঠিকাদারদের হাতে তুলে দিয়ে প্রতিযোগিতাহীন পরিবেশ সৃষ্টি করেন এই মনির সিন্ডিকেট।
যারা প্রতিবাদ করেন , তাদেরকে হামলা-মামলার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেন এই শক্তিশালী চক্র। ফলে সাধারণ সৎ ঠিকাদাররা হন চরম হয়রানির শিকার আর দুর্নীতি বলতে থাকে থাকে নিরবচ্ছিন্নভাবে।
অবৈধ সম্পদের পাহাড় :
সামান্য চাকরি থেকে অর্জিত বেতনের বাইরে গত ১৭ বছরে মনির গড়ে তুলেছেন বিশাল অবৈধ অর্থনৈতিক সাম্রাজ্য।
ফৌজদারহাট, চট্টগ্রামে রয়েছে আটতলা ভবনের মালিকানা।
একাধিক ব্যবসায় গোপন বিনিয়োগ ও সিএনজি অটোরিকশার মালিকানা।
একটি মেডিক্যাল প্যাথলজিক্যাল ল্যাব, একটি স্কুল ও কোচিং সেন্টার, যা তার নিজের নামে ও বেনামে পরিচালিত।
বিভিন্ন ঠিকাদারদের প্রতিষ্ঠানে গোপন অংশীদারি ব্যবসা রয়েছে যথাযন্ত্র করলে বেরিয়ে আসবে।
প্রভাব ও আধিপত্য :
একটানা ২৭ বছর একই পদে থেকে, মনির শুধু অফিস নয়, বরং পুরো ক্রয় প্রক্রিয়াকেই নিজের মুঠোয় বন্দি করেছেন।
অবৈধ অর্থ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি রেলওয়ের স্পেয়ারস ক্রয়কে নিজস্ব বাণিজ্যে রূপান্তরিত করেছেন।
ফলে সৎ ঠিকাদাররা হয় জিম্মি হয়ে পড়েন, অথবা বাদ পড়ে যান প্রতিযোগিতা থেকে।
আওয়ামী লীগ আমলে তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের প্রভাব দেখাতেন বলে অভিযোগ রয়েছে।
