ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
নাগেশ্বরীতে বিশ্ব ফিস্টুলা দিবস উদযাপন

নাগেশ্বরীতে বিশ্ব ফিস্টুলা দিবস উদযাপন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মামস ইনষ্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ প্রধান নির্বাহী পরিচালক প্রফেসর সাহেরা আক্তারের নির্দেশনায় ২৩ মে সকালে বিশ্ব ফিস্টুলা দিবস উপলক্ষে, ফিস্টুলার হোক অবসান, নিশ্চিত হোক নারীর সম্মান, এ স্লোগানকে সামনে রেখে, মামস ইনষ্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ ও ফিস্টুলা ফাউন্ডেশনের উদ্যোগে, গরু বিতরণসহ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সচেতনতা মুলক বক্তব্য রাখেন মামস হাসপাতালের ম্যানেজার নিতাই চন্দ্র কর্মকার, উপস্থাপনায় ছিলেন শিবেন্দ্রনাথ চ্যাটার্জী ও স্কুল সিনিয়ির শিক্ষক আমজাদ হোসেনসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্ধ।

নাগেশ্বরীতে বিশ্ব ফিস্টুলা দিবস উদযাপন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন