ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
নরসিংদীতে হাজারী লাউ চাষ করে লাভবান কৃষকরা

নরসিংদীতে হাজারী লাউ চাষ করে লাভবান কৃষকরা

নরসিংদী প্রতিনিধি

চলতি শীত মৌসুমে প্রথমবারের মত হাজারী জাতের উচ্চ ফলনশীল লাউ চাষ করে সফল হয়েছে নরসিংদীর প্রান্তিক কৃষকরা। ফলনও হয়েছে বেশ ভাল। বাজারে এ লাউয়ের চাহিদাও রয়েছে অনেক বেশী। দেখতে সুন্দর উচ্চ ফলনশীল এই লাউয়ের সঠিক দাম পেয়ে কৃষকরা বেশ আনন্দিত।

কম খরচে এবং অল্প সময়ে লাভের হিসেব দেখে হাজারী লাউ চাষে স্থানীয় কৃষকদের আগ্রহ বাড়ছে। নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধীদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদী জেলার ৬টি উপজেলায় ১০ হাজার ৪১৭ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজীর চাষ করা হয়েছে। তম্মধ্যে ১ হাজার ১২৫ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে। প্রতি হেক্টর জমিতে লাউ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ মেট্রিক টন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রায়পুরা উপজেলার অলীপুরা ইউনিয়নের কাঙ্গালীমারা গ্রামের কৃষক আলী হোসেন তার বাড়ির আঙ্গিনায় ২০ শতাংশ জমিতে হাজারী জাতের লাউ চাষ করেছেন। সবজি বাগানের মাচায় ঝুলছে লম্বা সবুজ রঙ্গের হাজারী জাতের অসংখ্য লাউ। যে দিকে তাকানো যায় শুধু লাউ আর লাউ। বাগানের এসব ঝুলন্ত সবুজ কচি লাউ দখলে যেকোনো মানুষের চোখ জুড়িয়ে যায়।

আলী হোসেন জানান, এ সবজি বাগানে তিনি জৈব সারের সাথে সামান্য রাসায়নিক সার ব্যবহার করেছেন। এতে করে কিটনাশক ও রোগবালাইনাশক ঔষধ ব্যবহারের প্রয়োজন হয়নি। এজন্য বিষ মুক্ত নিরাপদ এবং পরিবেশবান্দব জমিতে সবজি বাগানের লাউ খেতে যেমন সুস্বাদু, বাজারেও এ সবজির বেশ চাহিদা রয়েছে। তিনি আরো জানান, বাড়ির আঙ্গিনায় ২০ শতাংশ জায়গা সারা বছরই পরে থাকতো। তার এক নিকটতম আত্মীয়ের পরামর্শে এবছর স্থানীয় কৃষী কর্মকর্তার সহযোগিতা নিয়ে জীবনে প্রথমবার হাজারী জাতের লাউ চাষ শুরু করি।

বাজার থেকে লাউয়ের বীজ সংগ্রহ করে গত শ্রাবণ মাসের প্রথম দিকে জমিতে রূপণ করেছেন। দুই মাস পরিচর্যা করার পর আমার সবজি বাগানে প্রচুর লাউ আসে। আজ থেকে ১৫/২০ দিন আগে থেকেই লাউ বাজারজাত শুরু করেছি। এবার বাজারে শাকসবজির দাম বেশী থাকায় লাউয়ের দামও ভাল পাচ্ছি। এ পর্যন্ত আমি প্রায় ১৫ হাজার টাকার লাউ বিক্রি করেছি। প্রকার বেধে প্রতিটি লাউ ৬০ টাকা থেকে ৭০ টাকা এবং পাইকারী ৫০/৬০ টাকা দরে বিক্রি করেছি।

নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আজিজুর রহমান জানান, হাজারী লাউ একটি উচ্চ ফলনশীল লাউ জাত। এ জাতের লাউ রূপণের ৫ থেকে ৭ দিনের মধ্যে চারা হয় এবং ৪২ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ফুল ও ফুল ধরতে শুরু করে। এছাড়া ৬০ থেকে ৭০ দিনের মধ্যে এ লাউ বাজারজাত করা যায়। এলাউ দেখতে খুব সুন্দর ও তরতাজা। খেতেও খুব সুস্বাদু। এছাড়া বাজারে এর চাহিদা এবং ফলন বেশী হওয়ায় এ লাউ চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এ বিষয়ে কৃষি অফিস থেকে কৃষকদের সবধরণের সহযোগিতা দেয়া হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন