ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
নরসিংদীতে ভোটার বিহীন নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদীতে ভোটার বিহীন নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন কিছু হট্টগোল, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সর্বপোরি ভোটার বিহীনের মধ্যদিয়ে শেষ হয়েছে নরসিংদীর দুই উপজেলার প্রথম ধাপের ভোট গ্রহণ। নরসিংদীর ৬টি উপজেলার মধ্যে বুধবার (৮ মে) প্রথম ধাপে ভোটার বিহীন অবস্থায় সদর উপজেলা এবং পলাশ উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নরসিংদী সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৫৫৯ জন। ভোট কেন্দ্র সংখ্যা ১৭৫টি। অথচ এ সদর উপজেলায় বিপুল পরিমাণ ভোটারের সংখ্যা থাকলেও সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় সবগুলো কেন্দ্রের দৃশ্যই ছিল ফাঁকা। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, কর্মী বাহিনী ছাড়া ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুপুর ২টা পর্যন্তও কোনো কেন্দ্রেই ১০ভাগ ভোটও পড়েনি। যে কজন চোখে পড়েছে এরা হলেন মূলত প্রার্থীদের কর্মী সমর্থক। সাধারণ কোনো ভোটারের উপস্থিত তেমন একটা দেখা যায়নি।

এমন ভোটার বিহীন অবস্থার মধ্য দিয়েই কয়েকটি কেন্দ্রে হট্টগোল, হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেনের কর্মীদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল বাকীরের কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এ হাতাহাতির ঘটনায় কাপ-পিরিচ প্রার্থীর একজন কর্মী আহত হন। এ ঘটনায় অন্তত পৌনে এক ঘন্টা সময় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকে। পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন