ডার্ক মোড
Sunday, 28 April 2024
ePaper   
Logo
নদ-নদীর ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়কে সতর্ক থাকার পরামর্শ

নদ-নদীর ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়কে সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

নদ-নদী ও হাওড়ের বাঁধ ভাঙা নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে সতর্ক থাকার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। বৈঠকে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে এবং রনজিত চন্দ্র সরকার অংশগ্রহণ করেন।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়কে আদর্শ মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রণালয়ের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে ও এ মৌসুমে বাঁধ যাতে না ভাঙে সে বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে সতর্ক থাকার সুপারিশ করে।

এছাড়া সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে উক্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে 'হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প' এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে ভোলা জেলায় মনপুরা ভাঙন রোধে গৃহীত পদক্ষেপসমূহ এবং পদ্মা নদী ভাঙন হতে ডান তীর রক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন