ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
নতুন দেশ গঠনে বড় শক্তি আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা : আদিলুর

নতুন দেশ গঠনে বড় শক্তি আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা : আদিলুর

নিজস্ব প্রতিবেদক

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ঢাকা মহানগরের নগর প্রতিরক্ষা দল (টিডিপি) নতুন দেশ গঠনে বড় শক্তি। তারুণ্যের সঙ্গে যদি আরো উন্নত প্রশিক্ষণ যুক্ত হয় তাহলে সেটা আনসার ভিডিপির সমৃদ্ধির গণ্ডি পেরিয়ে দেশের সামগ্রিক কল্যাণে ভূমিকা রাখবে।

রোববার (১৯ জানুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগরের নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিলুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদীন এবং বিশেষ সেলের সদস্য মো. মুজতবা মুত্তাফিক তালুকদার।

শিল্প উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব ২০২৫’র লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতায় গড়ে তোলা এবং দেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। আনসার টিডিপি বাহিনীর তরুণ সদস্যরা নতুন দেশ গঠনের বড় নিয়ামক শক্তি।

উপদেষ্টা বলেন, তারুণ্যের সঙ্গে যদি আরও উন্নত প্রশিক্ষণ যুক্ত হয় তাহলে সেটা আনসার ভিডিপির সমৃদ্ধির গণ্ডি পেরিয়ে দেশের সামগ্রিক কল্যাণে ভূমিকা রাখবে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত আনসার-ভিডিপির ক্লাবগুলো অঞ্চলভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্র ও চিন্তাধারার পারস্পরিক বিনিময়কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গণপ্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে উঠে দেশের আর্থ-সামাজিক বৈষম্য দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও আনসারের অগ্রযাত্রায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর এবং বাহিনীর তারুণ্য নির্ভর বৃহৎ সম্ভাবনাকে কীভাবে দেশের সামষ্টিক সমৃদ্ধিতে সম্পৃক্ত করা যায়।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, নতুন বাংলাদেশের অভ্যুদয়ে দেশের তরুণ জনগোষ্ঠীকে বাংলাদেশ আনসার ও ভিডিপির পরিবর্ধিত ও পরিমার্জিত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে।

এই উদ্যোগকে অধিক ফলপ্রসূ করতে, সমন্বিত কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ও সমাজসেবা মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারুণ্যের অদম্য শক্তি, দেশপ্রেমের আবেগ ও উদ্যোগী চেতনায় সমৃদ্ধ আমাদের আনসার ভিডিপি বাহিনী নতুন বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে প্রস্তুত।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন