ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
নকলায় যুব ফোরাম’র অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা

নকলায় যুব ফোরাম’র অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় যুব ফোরাম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা যুব ফোরামের আহŸায়ক মো. নুর হোসেন-এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম।

সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, নকলা উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়করা রেজাউল হাসান সাফিত, হাফেজ মাওলানা মাহদী হাসান, আফরোজা জাহান, আফিফা সুলতানা ও আফরিন আন্না; যুব সদস্য তমালিকা সুত্র ধর, আবুজর গিফারী, হাসান মিয়া ও গোলাম আহম্মেদ লিমন প্রমুখ।

বক্তারা গত তিন মাসে নকলা উপজেলা যুব ফোরামের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন পূর্বক আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির তৃণমূল পর্যায়ে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষাকরে সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা, জাতীয় যুবনীতি অনুসরন করে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ ও দেশ-জাতির উন্নয়নে সম্পৃক্ত করণ।

অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে যুবক-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোনা অপরাধমুক্ত সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করণ। সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, দেশ ও জাতির উন্নয়নে যুব ফোরামের চলমান কার্যক্রম, কর্মপরিধি, কাজের ক্ষেত্র ও ধরন, লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।

এসময় যুবসদস্য সাংবাদিক আসাদুজ্জামান সৌরভ, শারমিন আক্তার ইরিন, নাঈম ইসলাম, মাহিয়া মীমসহ নকলা উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন