নকলায় মরহুম জাহেদ আলী চৌধুরীর স্মরণসভা
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মুক্তিযুদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মাঠে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির আহবায়ক আলহাজ্ব কামরুল আলম খান লিটনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। শহর বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন ।
শহর বিএনপির সদস্য সচিব আনেয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শহর বিএনপি আহব্বায়ক আলহাজ্ব কামরুল আলম খান লিটন, থানা বিএনপির নেতা বেলায়েত হোসেন, রজব আলী, থানা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোরাদুজ্জামান মাসুম, শহর যুবদল আহব্বায়ক মশিউর রহমান লুটাস, শহর যুবদল যুগ্ম আহ্বায়ক মীর হাসান, শহর যুবদল যুগ্ম আহব্বায়ক হাসান আলী সরকার, উপজেলা শ্রমিক দলের আহব্বায়ক জিয়ায়ুল হক জিয়া, উপজেলা তারেক দলের সদস্য সচিব হুমায়োন কবির,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাহিবুর রহমান জয়, ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি মিসকাত হোসেন আকাশ,শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম রিজন ছাত্রদলের অন্যতম নেতা নাইস চৌধুরী সহ আরও অনেকে।
এ সময় উপজেলা, রসভা ও ইউনিয়ন বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।