ডার্ক মোড
Thursday, 12 December 2024
ePaper   
Logo
নওগাঁ-২ আসনে আরও ২ জনের মনোনয়নপত্র দাখিল

নওগাঁ-২ আসনে আরও ২ জনের মনোনয়নপত্র দাখিল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

স্থগিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে পুনরায় তফসিলের সুবাদে আরও দুই জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পত্নীতলা ইউএনও টুকটুক তালুকদার নিকট ওই মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ রেজা মেহেদী ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মেজবাহুল আলম কাজল। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদুর রহমান।

উল্লেখ্য, বৈধভাবে মনোনীত স্বতন্ত্রপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুতে ৭ জানুয়ারি ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আদেশক্রমে সচিব মোঃ জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুনরায় তফসিল জারি করেন। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ১৭ জানুয়ারি ও মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন