ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
দোহারে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরন সভা

দোহারে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরন সভা

দোহার (ঢাকা) প্রতিনিধি

একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে প্রতিটি নাগরিক শেষ বয়সে নিজের ওপর নির্ভরতা সৃষ্টির জন্য দোহার উপজেলার সকল অংশীজনদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল)বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাকির হোসেন। সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিস্তারিত তুলে ধরে জাকির হোসেন বলেন, সকল শ্রেণি ও পেশার ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষের জন্য সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ করেছেন সরকার। বিশেষ বিবেচনায় ৫০ বছর বয়সে উর্ধে ব্যক্তিরাও পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে ১০ বছর নিরবিচ্ছিন্ন ভাবে চাঁদা প্রদান করলে আমৃত্যু পেনশন সুবিধা পাবেন স্কিমে অংশগ্রহনকারীরা। চার ধরনের পেনশন স্কিম চালু করেছে সরকার। এরমধ্যে প্রবাসী স্কিম, সুরক্ষা স্কিম, প্রগতি স্কিম ও সমতা স্ক্রিম।

উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মো.মামুন খানের সঞ্চালনায় সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সকল কর্মরত বেসরকারি সংস্থাসমূহ, ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য অংশজনরা সর্বজনীন পেনশন স্কিমকে সামাজিক আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য সভা থেকে উদার্ত্ত আহŸান জানানো হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুন অর রশিদ,মাহমুদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আইযুব আলী,মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, রাইপাড়া ইউপি চেয়ারম্যান মো.আমজাদ হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.একলাল উদ্দিন,বেগম আয়েশা পাইলট বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাক্ষ মোসাম্মত কুলসুম বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম খালেক, দোহার উপজেলার সাংবাদিক নেতা মাহবুবুর রহমান টিপু, উপজেলা প্রকৌশলী মো.রাজিব আহম্মেদ, উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবু সাঈদ,উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন