ডার্ক মোড
Thursday, 10 October 2024
ePaper   
Logo
দোহারে শিক্ষার্থীদের রঙ-তুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র

দোহারে শিক্ষার্থীদের রঙ-তুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার শিক্ষার্থীদের রঙ তুলির শৈল্পিক ছোঁয়ায় ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী চত্তরের নিথর দেয়াল হয়ে গেলো সময়ের প্রতিচ্ছবি। পেশাদার শিল্পী না হলেও শিক্ষার্থীদের নরম কোমল হাতের ছোঁয়ায় সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে দেয়ালে।

এ যেন এক ভিন্ন রূপের মালিকান্দা গ্রামের ইসলামাবাদ সরকারি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের বাউন্ডারী দেয়াল।শিক্ষাপ্রতিষ্ঠানটির দেয়াল জুড়ে শিক্ষার্থীদের রংতুলিতে প্রকাশিত হচ্ছে সাড়ে পনের বছরের না বলতে পারা অনেক কথাগুলো। শিক্ষার্থীদের সাথে আলাপকালে জানা যায়, শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় রং কিনে ২০২৪ এর নতুন স্বাধীনতার দিনে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র। শুধু এই স্কুলেই নয়! উপজেলার সকল বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের রঙ তুলির শৈল্পিক ছোঁয়ায় যেন বদলে গেছে গোটা উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজ,বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দোহার প্রেসক্লাব চত্তরসহ বাজারের বিভিন্ন স্থাপনার দেয়ালে পরিস্কার-পরিছন্নতার অংশ হিসেবে শিক্ষার্থীরা রঙ-তুলির আচঁড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন।সেখানে কালো,সাদা,লাল,নীল,হলুদ-এ যেন রঙের এক মেলা।সেখানে দেখা যায়, কেউ রঙ লাগাচ্ছে,কেউ পানি ছিটাচ্ছে।সকলের মুখেই যেন এক অনাবিল আনন্দ শোভা পাচ্ছে।

শিক্ষা-প্রতিষ্ঠানের দেওয়ালে লিখা ঘুষ চাইলে ঘুষি, আমার সোনার বাংলায় বৈষ্যম্যের ঠাই নাই, মোরা আকাশের মত বাধাহীন, আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি?, ২০২৪’র গন-অভ্যুথান, স্বাধীন হয়েছি আমরা সময় এখন সভ্য হওয়ার, স্বাধীনতা লাগবে স্বাধীনতা, পানি লাগবে পানি, ৩৬ শে জুলাই - এ ধরনের বিভিন্ন ¯েøাগানে কোমলমতি শিক্ষার্থীরা রং তুলিতে গেয়েছেন সাম্যের গান, তুলে ধরেছেন বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা।

এভাবেই সমাজ সংস্কার ও অনিয়ম দূর্নীতি এবং বৈষম্য বিরোধী নানা চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে উপজেলার বেশীর ভাগ শিক্ষা-প্রতিষ্ঠানের দেয়াল। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে দৃষ্টিনন্দন এই কাজগুলো করছে। তাদের রঙ তুলির ছোঁয়ায় লেখা সমাজ সংস্কারের ভিন্ন ভিন্ন ¯েøাগান এবং দৃষ্টিনন্দন সৌন্দর্যের নানা চিত্র মুগ্ধ করছে উপজেলার নানা শ্রেণি পেশার মানুষকে।

দেয়াল অঙ্কনের সময় শিক্ষার্থী তাওহীদ রহমান, শাকিব হোসেন, মো.রিফাত, হাফিজুর রহমান, সুমা ইসলাম, নাবিলা, ফারজানার সাথে কথা হয়। এ সময়ে শিক্ষার্থীরা বলেন আমরা অনিয়ম, দূর্নীতি ও বৈষম্যহীন একটি রাষ্ট্র ও সমাজ চাই। আমরা নতুন ভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কথা বলার অধিকার থাকবে। কোন বৈষম্য থাকবে না। অধিকারের কথা বলতে গিয়ে আর কোন আবু সাঈদ, মুগ্ধ এর মতো ভাইকে প্রাণ দিতে হবে না। আমাদের এই কথা গুলো আমরা দেয়াল লিখনের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সকলের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছি।

এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুয়েট শিক্ষার্থী ও দোহার উপজেলার মালিকান্দা গ্রামের মাহফুজ রাইয়ান ও তার সহোদর সেন্ট জোসেফ কলেজ শিক্ষার্থী সোলাইমান রহমান ফাহিম, রায়হান, মেহেদী মো.শোয়েব, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের আসমা, তামান্না, সেফা, বৃষ্টি, সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী বলেন, পেশাদার শিল্পী না হলেও শিক্ষার্থীদের নরম কোমল হাতের ছোঁয়ায় সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে দেয়ালে দেয়ালে।

এ বিষয়ে জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের মুহতামিম মুফতি মাহাদী হাসান আল-ফরিদী বলেন, শিক্ষার্থীদের রঙ-তুলিতে বদলে গেছে ইসলামাবাদ বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের চিত্র।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, দোহার উপজেলার বেশীর ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে দেখা দিয়েছে নতুনত্বের ছোঁয়া। এক সময়ে এই সকল দেয়ালে পোষ্টার সাটানো ছিলো! এখন সেই দেয়ালগুলো আমাদেও শিক্ষার্থীদের রঙ-তুলির আচঁড়ে নতুন রুপে সেজেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন