ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
দোহারে মৃত ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করায় তিন জনের কারাদণ্ড

দোহারে মৃত ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করায় তিন জনের কারাদণ্ড

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার উপজেলার জয়পাড়া বাজারে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময়ে মৃত ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রিকালে ০৩ জনকে হাতে নাতে আটক করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।

আটককৃতরা হলেন ১. জয়পাড়া খাড়াকান্দা এলাকার শেখ নূরু (৫০),একই এলাকার জুবায়ের হোসেন (১৯) ও বাশার হোসেন (১৯)। ভ্রাম্যমান আদালত আটক তিনজনকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন।

জানা যায়, বুধবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার জয়পাড়া কসাই পট্টিতে জবাই নিষিদ্ধ (মৃত ও রোগাক্রান্ত) পশু জবাই ও মাংস বিক্রিকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃতপ্রায় পশু ভেটেরিনারিয়ানের অনুমতি ব্যতীত জবাই ও মাংস বিক্রির অপরাধ, প্রায়শই বিভিন্ন ধরণের প্রতারণামূলক অপরাধে লিপ্ত থাকার অপরাধে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে তিনকে দোষী সাবাস্ত করে প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।

পরে জব্দকৃত মৃতগরুর মাংস কসাই পট্টির পাশে গভীর গর্ত করে তা মাটিচাপা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগীতা করেন দোহার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও দোহার থানা পুলিশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন