দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে লাকসামে বিএনপির বিক্ষোভ মিছিল
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
ফ্যাসিবাদী দোসরদের দেশ-বিরোধী চক্রান্তের প্রতিবাদে লাকসামে বিএনপি দলীয় সাবেক এমপি কর্ণেল (অব.) এম, আনোয়ারুল আজিমের সমর্থনে লাকসাম বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় কার্যালয়ে থেকে মিছিলটি বের হয়ে লাকসাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গোলাম ফারুক, যুগ্ন আহবায়ক মনির আহমেদ, বিএনপি নেতা মঞ্জুরুল আলম (বাচ্চু), হাজি মুহাম্মদ জসিম উদ্দিন, মাইনুল হক মিঠু, খাজা আহমেদ, সৈয়দ জেড,এম শরিফ হোসেন শরিফ, ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, যুবদল নেতা মাইন উদ্দীন শরিফ, জসিম উদ্দিন, মোরশেদ আলম মিশু, শওকত হোসেন, সাবেক ছাত্রনেতা কফিল উদ্দীন, জাহিদুল ইসলাম জাহিদ, মহিন উদ্দীন মহিন, তারেক আজিজ, স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির যুগ্ম আহবায়ক নাছির আহমেদ প্রমুখ।