
দেশব্যপী নারী ধর্ষণের প্রতিবাদে তাড়াইলে মানববন্ধন
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সম্প্রতি মাগুরায় ৮বছরের শিশু আছিয়া ধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে চলছে তীব্র প্রতিবাদ। সেই ধারাবাহিকতায় ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তুি দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আকুবপুর গ্রামের প্রোগ্রেসিভ কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনতা।
মঙ্গলবার (১১মার্চ) বেলা১১টা ৩০মিনিটে স্কুলটির পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জনাব শরীফুল ইসলাম বলেন- সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষিত হয়েছে, সেদিন শুধু আছিয়া ধর্ষিত হয়নি বরং ধর্ষিত হয়েছে আমার সন্তান, আমার বোন, আমার স্বাধীন দেশের লাল সবুজের পতাকা।
শুধু আছিয়াই নয়, সারা দেশে ঘটে যাওয়া সমস্ত ধর্ষন, খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। প্রয়োজন হলে আইন সংশোধন করে হলেও এর সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। তা না হলে রাষ্ট্রকেই এর দায়ভার নিতে হবে।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর (অব.) সার্জেন্ট মোঃ মহিউদ্দীন, তিনি বলেন- দেশে যা হচ্ছে তা কো ভাবেই মেনে নেয়া যায় না, এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে পতিত হবে।
আমরা চাইনা আর কোন শিশু আছিয়ার মতো পরিণতি হোক। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহেদ ভুঞা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ শাকিল আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।