ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
দেবীগঞ্জে নামসর্বস্ব সংগঠনের বিরুদ্ধে সরকারি জলাশয় দখলের অভিযোগ

দেবীগঞ্জে নামসর্বস্ব সংগঠনের বিরুদ্ধে সরকারি জলাশয় দখলের অভিযোগ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে নামসর্বস্ব সংগঠনের বিরুদ্ধে সরকারি জলাশয়(খাল)দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেবীগঞ্জ পৌরসদরের মুন্সি পাড়ায় গিয়ে সরকারি জলাশয় দখলের সত্যতা পাওয়া যায়। জলাশয়ের(খালের) উপর বাঁশ দিয়ে ঘেরা দিয়ে সাইনবোর্ড বসিয়েছে দেবীগঞ্জ উপজেলা ডেকোরেশন মালিক সমিতি, দেবীগঞ্জ উপজেলা মাইক ব্যবসায়ী সমিতি, সমাজসেবা ও মাদকবিরোধী সংগঠন এবং মুন্সিপাড়া বয়েজ ক্লাব নামক কয়েকটি সংগঠন।

এর আগে জলাশয়টি(খালটি) উদ্ধারের দাবিতে গতকাল সোমবার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগ করেন খাল সংলগ্ন এলাকাবাসী।

লিখিত অভিযোগে বলা হয়, দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকায় প্রাণিসম্পদ অফিসের সামনে দীর্ঘদিনের পুরনো একটি সরকারি খাল রয়েছে। দেবীগঞ্জ বাজার এবং মুন্সিপাড়া এলাকার বাসা বাড়ি এবং বৃষ্টির পানি ড্রেনের মাধ্যমে এই খালে জমা হয়। এতে করে বাজার এবং এলাকাবাসী জলাবদ্ধতার হাত থেকে রেহাই পায়। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে কিছু নামসর্বস্ব সাইনবোর্ড ধারী সংগঠন উক্ত সরকারি খাল দখলের জন্য সাইনবোর্ড ও বাঁশের খুটি স্থাপন করেছে। এসব সাইনবোর্ডধারী সংগঠনগুলো অবৈধ ভাবে জলাশয়টি দখল করলে এলাকাবাসী জলাবদ্ধতা সহ বিভিন্ন হয়রানির সম্মুখিন হবে। খালের উপর নবনির্মিত সাইনবোর্ড ও বাঁশের খুটিগুলো অপসারন করে মুন্সিপাড়ার সুষ্ঠ ও সুন্দর পরিবেশ এবং জলমগ্নতার হাত থেকে রক্ষার দাবি জানানো হয়।

মোছাঃ খালেদা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "এইটা সরকারি জায়গা। এত বছর ধরে খালি ছিলো। ঈদের পর থেকে রাতারাতি বাঁশের খুঁটি, পিলার, সাইনবোর্ড বসিয়ে দখল করার চেষ্টা করতেছে। কারা করতেছে তা জানি না, রাতারাতি সব কিছু হচ্ছে।"

মোঃ রুহুল আমিন নামে এক বাসিন্দা বলেন, "দীর্ঘ দিন থেকে খালটি রয়েছে। মুন্সিপাড়া সহ দেবীগঞ্জ বাজারের বৃষ্টির পানি এখানে এসে পতিত হয়। এভাবে খালটি দখল করা হলে বর্ষা মৌসুমে আমারা জলাবদ্ধতার সম্মুখীন হবো।"

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম বলেন, "আমারা অভিযোগ পেয়েছি। অপসারণের কাজ শুরু হয়েছে। যারা দখল করার চেষ্টা করেছে তাদের সেখান থেকে উচ্ছেদ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন