ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
দেবীগঞ্জকে ভিক্ষুকমুক্ত করতে জেলা প্রশাসক ও সুধীজনের মতবিনিময়

দেবীগঞ্জকে ভিক্ষুকমুক্ত করতে জেলা প্রশাসক ও সুধীজনের মতবিনিময়

পঞ্চগড়(দেবীগঞ্জ)প্রতিনিধি

দেবীগঞ্জকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের পূর্নবাসন করার উদ্যোগের অংশ হিসেবে তাদেরকে অটো চার্জার ভ্যান দেয়া হয়েছে। এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

৭ জানুয়ারী মঙ্গলবার সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মধ্যে এসব বিতরন করেন। এসময় সমাজসেবা অধিদপ্তর পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম উপস্থিত ছিলেন।

এসব সামগ্রী বিতরন শেষে উপজেলা পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাবেত আলীর সাথে দেবীগঞ্জের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবির মানুষ এ মতবিনিময় সভায় অংশ নেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক মোঃ সাবেত আলী দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প কারখানা পঞ্চগড় চিনিকল চালুর বিষয়ে মন্ত্রনালয়ের সচিবকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি। চা কারখানার মালিকদের কে চা চাষীদের ন্যায্য পাওনা পরিশোধ ও চা চাষী, আখ চাষিসহ বিভিন্ন কৃষকদের দিক নির্দেশনা দেন।

তিনি দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যাোগ নিয়েছেন। তিনি বলেন, পঞ্চগড় ও বোদা উপজেলার জেলা পরিষদের মার্কেটের ভাড়া ৯ বছরের বাকি রয়েছে। তিনি বলেন ব্যবসায়ীরা ভাড়া না দিয়ে অবৈধ ভাবে দখল করে রেখেছেন। ভাড়া বাকি রাখার বিষয় নিয়েও তিনি আলোচনা করেন। তিনি ব্যবসায়ীদের দোকান ভাড়া পরিশোধের জন্য সময়ও বেধে দিয়েছেন।

তিনি বলেন, আপনার সম্পদ কাউকে দখল করতে দিবেন না। তাহলে সরকারের সম্পদ আপনি দখল করবেন কেন। সরকারের সম্পদ যেন কেউ দখল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে আমরা মহাসড়কের দুপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আরও যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ অভিযান শুরু করেছি।

দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের দেবীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার রুনা লায়লা, দেবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবীগঞ্জের ছাত্র সমন্বয়ক ওয়াসিস আলমসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজের লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন।

পরে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ভিক্ষুকদেরকে ১৫ টি অটো চার্জার ভ্যান, শারীরিক ভাবে প্রতিবন্ধী সেসব প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি হুইল চেয়ার, ২ টি বাইসাইকেল, ১ টি ওয়ার্কার, ১টি কর্নার চেয়ার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী দেবীগঞ্জ শিশু সদন (এতিমখানা) গিয়ে এর ৩০ জন শিক্ষার্থীদেরকে শীতবস্ত্র ও ক্যাটস প্রদান করা হয়। এরপর তিনি দেবীগঞ্জ থানা, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইসিটি পার্ক, দেবীডুবা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন