ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
দিনাজপুরে ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচী

দিনাজপুরে ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচী

 

 দিনাজপুর প্রতিনিধি 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, পরিবেশ রক্ষায় দলের নেতা-কর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে উক্ত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
 
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। সোমবার বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক বৃক্ষ রোপন করে জেলা ছাত্রদল।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। এসময় এক বাণীতে পরিবেশ দূষণ রোধে তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন।
 
দিনাজপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী শুভ, প্রচার সম্পাদক নয়ন, দিনাজপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলনসহ দিনাজপুর পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন