ডার্ক মোড
Sunday, 08 September 2024
ePaper   
Logo
দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়নের পরামর্শ ইউজিসির

দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়নের পরামর্শ ইউজিসির

নিজস্ব প্রতিনিধি

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসিকে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট স্বচ্ছতার সঙ্গে দক্ষভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং এক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণের পরামর্শ দেন।

রোববার (১৪ জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. জাকির হোসেন, সচিব ড. ফেরদৌস জামান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার।

প্রফেসর আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষায় সংকট রয়েছে। বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় এসব সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না।

সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণাগার, মানবসম্পদ এবং বাজেটে অর্থের সংস্থান রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার আহ্বান জানান তিনি।

প্রফেসর জাকির হোসেন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসিকে অর্থ ব্যয়ে শৃঙ্খলা বজায় রাখতে হবে। অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, যে কোনো প্রতিষ্ঠানের স্বচ্ছতা আর্থিক ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বাজেট বাস্তবায়নে উত্তম চর্চা অনুসরণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন