ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সম্প্রীতি সমাবেশ

চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে রাজনৈতিক প্রতিহিংসায়,মহামান্য আদালতকে বিভ্রান্ত করে চাকরিচ্যুত করা কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে নতুন পুরাতন কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়৷

আজ বুধবার(২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় গাজীপুরস্থ মেইন ক্যাম্পাসের ক্যাফিটোরিয়াতে ০৮ শতাধিক (৮০০)চাকরিচ্যুত এবং চাকুরীরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন চাকুরী পুনরুদ্বার কমিটির আহবায়ক সাবেক উপ-রেজিষ্ট্রার মো: নুরুল আমিন।

সমাবেশে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সবাই ঐকমত্য পোষন করেন।ভবিষ্যতে মতানৈক্য পরিহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে শান্তিপূর্ন রাখার উপর গুরুত্ব দেয়া হয় ।চাকরিচ্যুদের তের(১৩) বছরের অবর্ননীয় দু:খ দুর্দশার কথা উল্লেখ করে অনতিবিলম্বে জেষ্ঠ্যতার ভিত্তিতে প্রাপ্য সুযোগ সুবিধাধি নিশ্চিত করে চাকুরীতে পুনর্বহালের জোর দাবী জানানো হয় ।ভিসি নিয়োগ হওয়ার পরে জরুরি সিন্ডিকেট আহবান করে চাকুরীতে পুনর্বহালের আইনী পদক্ষেপ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়।

মো: তারিকুল ইসলাম এবং ওয়াহিদুজ্জামান নান্নু এর পরিচলানায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্বদ্যিালয় অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মো: এনামুল করিম,সাবেক উপ-রেজিষ্ট্রার মো: নাজিম উদ্দিন শিশিম, চাকুরী পুনরুদ্বার কমিটির যুগ্ম আহবায়ক আবু হানিফ খন্দকার,চাকুরী পুনরুদ্বার কমিটির সদস্যর সচিব মিয়া হোসেন রানা,মিয়া আল হারুন,আব্দুল আজিজ, পারভেজ সাজ্জাদ,মোসলেম উদ্দিন,নাছির আহম্মদ রুবেল,মো: আলমগীর হোসেন প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন