ডার্ক মোড
Wednesday, 23 October 2024
ePaper   
Logo
তৌকির তাহসিন বারী অমর্ত্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

তৌকির তাহসিন বারী অমর্ত্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

অস্টেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর পুত্র তৌকির তাহসিন বারী অমর্ত্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট)। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরানখানি, মিলাদ মাহফিল ও দোয়া হবে। এর মধ্যে সিলেটের কুলাউড়ায় অমর্ত্যর গ্রামের বাড়িতে, উন্দালে, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের বায়তুর তৌকির অমর্ত্য জামে মসজিদে ও গাজীপুরের অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেল রয়েছে।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমর্ত্য ২০২০ খ্রিষ্টাব্দের ২৫ আগস্ট মাত্র ২১ বছর বয়সে মারা যান। সিডনির রুকউড সিমেট্রিতে অমর্ত্যর শেষশয্যা যেন এক খণ্ড বাংলাদেশ। এফিটাফে খোদাই করা আছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। সেখানে অমর্ত্যর নামটি বাংলাও লেখা।

জানা যায়, শোকার্ত পরিবারটি নিজেদের সব চ্যারিটি কার্যক্রম অমর্ত্য ফাউন্ডেশনের ব্যানারে পরিচালনা শুরু করছে। সারাদেশে আর্থিকভাবে অসচ্ছল মানুষদের সহায়তার চালু করা হয়েছে নানা কার্যক্রম। এর মধ্যে বসানো হয়েছে ৪০টি নলকূপ। খাবার পানির নলকূপ প্রকল্প চলমান থাকবে বলেও ফাউন্ডেশন সূত্রে জানা যায়। বাড়ির উঠানে নিজস্ব একটি নলকূপ একটি পরিবারকে আরও মর্যাদাসম্পন্ন আত্মবিশ্বাসী করে তোলে।

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে গড়া হয়েছে স্মৃতির মিনার অমর্ত্য মসজিদ। সেখানে অমর্ত্য পাঠশালা, অমর্ত্য ডাক্তারখানা স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামবাসীদের শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা দেয়া হবে।

সাংবাদিক ফজলুল বারী জানান, ফাউন্ডেশন থেকে সারাদেশের বাচ্চাদের শিক্ষা উপকরণ দেয়া হয়। ঈদে-উৎসবে গ্রামবাসীদের নতুন কাপড়ের সাথে স্যান্ডেলও দেয়া হয়। গত দু’বছর ধরে ঈদুল আজহায় দরিদ্রপীড়িত গ্রামে ‘গরিবের কুরবানি’ শিরোনামে নতুন একটা ধারা চালু করা হয়েছে। এই কোরবানির মাংসের পুরোটা দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিলি করা হয়।

তিনি জানান, অসচ্ছল মানুষজনের ঘর বানিয়ে দেয়া, ব্যবসার পুঁজির ব্যবস্থা করা, অভাবী পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থায় সহায়তাদান অমর্ত্য ফাউন্ডেশনের অন্যতম পছন্দের কয়েকটি প্রকল্প। পাঁচশ টাকায় এক পরিবারের এক সপ্তাহের খাবার এমন একটি উদ্যোগ। কিছু দরিদ্র ছাত্র, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দেয়া হয়। ফ্রি খাবার ঘর উন্দাল, অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেলে প্রতিদিন শতাধিক ব্যক্তির খাবারের ব্যবস্থা করা হয়। আমরা আরও নানান ইস্যুতে মানুষকে সহায়তার স্বপ্ন দেখি। অমর্ত্য ফাউন্ডেশনের সব প্রকল্পে দেশবিদেশের অনেক মানুষের দান জড়িত। আমাদের অভিজ্ঞতা কোন একটি কাজ শুরু করে দিলেই সেখানে সাহায্য চলে আসে। আমাদের কাজে তৎপরতায় মানুষের সহায়তায় আমরা অভিভূত।

অমর্ত্যের পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন