ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
তুচ্ছ ঘটনায় কিল-ঘুসি মেরে বৃদ্ধকে হত্যা

তুচ্ছ ঘটনায় কিল-ঘুসি মেরে বৃদ্ধকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওসমান গণি (৭০) নামের এক বৃদ্ধকে কিল-ঘুসি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিউদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওসমান গণি উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত মোজাজ্জল হোসেনের ছেলে। অভিযুক্ত মহিউদ্দিন একই এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ওসমান গণি ও মহিউদ্দিন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের দুই বাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় মরিচের চারা রোপণ করেন মহিউদ্দিন। সকালে ওসমান গণির বাড়ির মোরগ মরিচ গাছ খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মহিউদ্দিন ওসমান গণিকে ধাক্কা দিয়ে খড়ের গাদায় ফেলে দেন।

এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন। পথে সাড়া শব্দ না পেয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জাকির হোসেন বলেন, ‘আমাদের মোরগ নাকি মহিউদ্দিনের মরিচ গাছ খেয়ে ফেলেছে। এজন্য সে বাবাকে গালমন্দ ও কিলঘুসি মেরে হত্যা করেছে। এ ঘটনায় আমরা মহিউদ্দিনের বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাহিদুজ্জামান সূর্য বলেন, ওসমান গণিকে অর্ধচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্টের সমস্যা ধরে পড়ে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত উত্তেজনার ফলে তিনি হার্ট অ্যাটাক করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পথে তিনি মারা যান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন