ডার্ক মোড
Thursday, 13 March 2025
ePaper   
Logo
তিন ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

তিন ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বরিশাল ব্যুরো

মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের ভিতর আপন দুই ভাই ও তাদের চাচাতো ভাইকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মামলার ১ নম্বর আসামি হোসেন সরদার এবং এজাহার নামীয় আসামি সুমন সরদার।

বুধবার (১২ মার্চ) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লে. কর্ণেল নিস্তার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঠালতলা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় কাঠালতলা জামে মসজিদ থেকে মামলার প্রধান আসামি হোসেন সরদারকে গ্রেফতার করা হয়।

একই সময় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সদস্যরা শরীয়তপুরের আরিগাও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামি সুমন সরদারকে গ্রেফতার করে। সুমনকে মাদারীপুর থানায় হস্তান্তর করা হয়। সম্প্রতি টেকেরহাট এলাকার মোল্লাবাড়ি ও সরদার বাড়ির মাঝামাঝি এলাকায় বালু তোলা নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনার জেরে ধরে শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে নিহতরা বাড়ির সামনের মসজিদে আশ্রয় নেন। হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যা করে। পরে হামলাকারীরা নিহত দুই ভাই আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন