ডার্ক মোড
Monday, 06 January 2025
ePaper   
Logo
তারেক রহমানের নির্দেশনায় বরিশালে শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানের নির্দেশনায় বরিশালে শীতবস্ত্র বিতরণ

বরিশাল ব্যুরো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশালে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর কালিবাড়ি রোডে সাড়ে তিনশ’ অসহায়কে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জনসাধারণের মাঝে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেয়া ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান প্রমুখ।
এসময় প্রধান অতিথি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তারা দলের কেউ নয়।

বিএনপির কোন নেতাকর্মী যদি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে তাকে ধরে আইনের আওতায় তুলে দিন। বিএনপির জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রয়েছে।

তাই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনঃপ্রবর্তণের ব্যবস্থা করতে হবে।

এছাড়া আইন সভা, মন্ত্রী সভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন