ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর এর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর এর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এসময় ঢাবি জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মি. ইয়ামামোতো কিওহি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাপানের স্থপতি মি. তাদাও আন্দো পরিচালিত একটি প্রকল্পের আওতায় বাংলাদেশের জাতীয় জাদুঘরে একটি ‘শিশু গ্রন্থাগার’ প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন। এই গ্রন্থাগারে জাপান ও বাংলাদেশের শিশু সাহিত্যিকদের পুস্তক ও শিল্পকর্ম স্থান পাবে।

জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ এবং জাপানের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই ‘শিশু গ্রন্থাগার’ প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের কাছে সহযোগিতা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ জাপানের রাষ্ট্রদূতকে এ বিষয়ে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং জাতীয় জাদুঘরে ‘শিশু গ্রন্থাগার’ প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় জাপানের রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন