ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
ঢাবিতে ‘সূরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবিতে ‘সূরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সূরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার ড. তাপস চন্দ্র পাল তার মায়ের স্মৃতি রক্ষার্থে এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ লাখ টাকার একটি চেক সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর কাছে হস্তান্তর করেন। উপাচার্য দফতরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানসহ দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট, অর্থনীতি, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, ফার্মেসী এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন