
ঢাবিতে সংঘবদ্ধ পিটুনিতে তোফাজ্জল হোসেন এর মৃত্যুতে আইনি সহয়তার সিদ্ধান্ত বরগুনা জেলা সমিতির
নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলা সমিতি, ঢাকা সংঘবদ্ধ পিটুনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে বরগুনার পাথরঘাটার সন্তান তোফাজ্জল হোসেনের হত্যাকান্ডে আইনী সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে দলবদ্ধ পিটুনিতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের মানসিক ভারসাম্যহীন, পিতৃ-মাতৃহীন তোফাজ্জল হোসেনের এর মৃত্যুতে গভীর শোক ও দু: খ প্রকাশ করেছেন বরগুনা জেলা সমিতি,ঢাকা' র সভাপতি মো: জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান খোকন।
নেতৃদ্বয় তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং এই হত্যা কান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।নেতৃদ্বয় এই অসহায় ব্যক্তির হত্যাকাণ্ডের মামলায় আইনী সহায়তা দিয়ে বরগুনা জেলা সমিতি,ঢাকা পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন এবং ফজলুল হক হলের প্রক্টর, শাহাবাগ থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন।