কোটালীপাড়া সাংবাদিকদের সাথে ইউএনও শাহীনুর আক্তারের মতবিনিময়
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদায়ী নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার ২৫ শে ডিসেম্বর কোটালীপাড়া উপজেলা থেকে বদলি কৃত কর্মস্থলে যোগদান করবেন। যোগদানের আগে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলায় হলরুমে উন্মুক্ত আলোচনা সভা করেন। নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার দীর্ঘ সাত মাস আগে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি মাত্র সাত মাসের কর্মকান্ডের সহযোগিতায় সাংবাদিক এবং জনগণকে যতটা কাছে পেয়েছে
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা শাপলা চত্বর হল রুমে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সহ সাংবাদিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিকরা উপজেলার ভালো- মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করেছেন।
নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন মাত্র (৭) মাসের সময়গুলো মনে হচ্ছে দীর্ঘ বছর। আর এই দিনগুলোর স্মৃতি আমার কর্মজীবনে আজীবন মনে থাকবে। আমার সাত মাসের কর্মে কাণ্ডে সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের যে সহযোগিতা পেয়েছি আমি কৃতজ্ঞ। তবে আমি ব্যথিত কোটালীপাড়া উপজেলায় শিক্ষা এবং অর্থনৈতিক অবস্থান অনেক নিম্ম তালিকা রয়েছে। এ বিষয়ে উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে সময় ব্যয় করা হয়েছে এটা কার্যকারিতা রাখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করব শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের পরিবারগুলো দেখভালের নজরে রাখলে ধরে রাখা সম্ভব হবে।এবং কোটালীপাড়া পৌরসভায় পাশাপাশি দুটি বাজার। একটি ঘাঘর বাজার অন্যটি পৌর কিচেন মার্কেট। দুটি বাজার কে একটি বাজারে রূপান্তরিত করার জন্য এবং অগ্নিকাণ্ডের হাত থেকে বাজারকে রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করেছি।
কোটালীপাড়ায় প্রায় চার লক্ষ জনগন। কিন্তু ৫০ হাজার জনগণ বাজারমুখী না হয়ে শহরমুখী হয়ে কেনাকাটা করে। যেখানে শহরমুখী মালামাল এই বাজারে ই পাওয়া যায় কিন্তু যানজট ফুটপাত বিভিন্ন সমস্যার কারণে বাজার দুটির অর্থনৈতিক অবস্থা নিম্ন পর্যায়ে রয়েছে।
বাজার এবং জনগণের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বপ্রকার কাজ চলমান। কোটালীপাড়া উপজেলার জনগণের শিক্ষা, মৌলিক অধিকার,অর্থনৈতিক উন্নতি ও রাজস্ব খাতের আয় বাড়ানোর জন্য আপনদের তথ্য এবং সহযোগিতায় কাজ করেছি। তারপরও অনেক কাজ বাকি রয়েছে আর এগুলো আপনাদের প্রচেষ্টায় হওয়া সম্ভব।
এছাড়াও নির্বাহী কর্মকর্তা কোটালীপাড়ার বিভিন্ন বিষয় সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা শেষে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা নির্বাহী কর্মকর্তার সাথে একমত পোষণ করেন।এবং কোটালীপাড়া উপজেলার নানান ভালো মন্দ বিষয়ে উন্মুক্তভাবে বক্তব্য রাখেন ও সাংবাদিকরা জনস্বার্থে নিজেদের নিবেদিত রাখার অঙ্গীকার করে শেষ করেন।
এ উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব সুলতান প্রেসক্লাব কোটালীপাড়া সভাপতি মেহেদী হাসনত, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন মোল্লা, সহ গৌরাঙ্গ দাস, রনি আহমেদ, কাজী পলাশ, মনিরুজ্জামান জুয়েল,
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের কর্মরত সাংবাদিক সমির রায়, মোঃ শাহ আলম, ফজর আলী সিকদার, কামরুল ইসলাম রানা, পঙ্কজ বিশ্বাস, নাবিলা সেলিম শেখ।