ডার্ক মোড
Sunday, 14 September 2025
ePaper   
Logo
ঢাবিতে বাংলাদেশি ব্যান্ড সংগীতের উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে বাংলাদেশি ব্যান্ড সংগীতের উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে ‘Development and Industrialization of Bangladeshi Band Music’ বিষয়ক এক সেমিনার সোমবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। গীতিকার, সুরকার ও কম্পোজার নকীব খান এবং সংগীতশিল্পী ও কম্পোজার পলাশ নূর আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, সংগীত চর্চা মানুষকে সৃজনশীল, মানবিক মূল্যবোধ সম্পন্ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাত্তি¡ক পড়াশোনার সঙ্গে ব্যবহারিক জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে এধরনের সেমিনার আয়োজনের উপর তিনি গুরুত্বারোপ করেন। অন্যসব মাধ্যমের মতো সংগীত শিল্পেও যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন ও পরিমার্জন হয়ে থাকে। পরিবর্তনের এই সৌন্দর্যকে মেনে নিয়ে সুস্থ সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখার জন্য তিনি সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন