ডার্ক মোড
Sunday, 08 September 2024
ePaper   
Logo
ডয়চে ভেলে বাংলা ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন

ডয়চে ভেলে বাংলা ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন

নিজস্ব প্রতিনিধি

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের দায়িত্ব ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন। সংবাদমাধ্যমটির সঙ্গে খুব শিগগিরই তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর সংবাদমাধ্যমটির সঙ্গে তিনি আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের দায়িত্ব ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন। সংবাদমাধ্যমটির সঙ্গে খুব শিগগিরই তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর সংবাদমাধ্যমটির সঙ্গে তিনি আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

খালেদ মুহিউদ্দিন রোববার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ডয়চে ভেলে বাংলা বিভাগের দায়িত্ব ছাড়া ও পরবর্তী গন্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘তেমন কারণ নাই, ইচ্ছাই কারণ। আর পরবর্তী গন্তব্য এখনো ঠিক করি নাই।’

২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত খালেদ মুহিউদ্দিন। এক দশকের বেশি খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। লিখেছেন গল্প, উপন্যাস ও ভ্রমণ কাহিনি। বর্তমানে জার্মান প্রবাসী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন