ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় নৌকা ও দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় নৌকা ও দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা ও নাগরপুর উপজেলার ভারড়া এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

]বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু রাখতে বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

এলেঙ্গা পৌরসভায় ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাফী খান (জগ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৮০৫ ভোট।

নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আবুবকর ছিদ্দিক (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩ হাজার ৯৯৬ ভোট।ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাও: মো: হাবিবুল্লাহ বাহার (মোটর সাইকেল) ৪ হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫৬৭ ভোট।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিগত সময়ের মতো এবারও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা ও নাগরপুর উপজেলার ভারড়া এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন