ডার্ক মোড
Monday, 15 September 2025
ePaper   
Logo
জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষকী পালিত

জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষকী পালিত

 

জয়পুরহাট প্রতিনিধি

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে জয়পুরহাটে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবির ক্যাফে টুয়েন্টিতে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির সভাপতি বেদারুল ইসলাম বেদীনের সভাপতিত্বে বক্তৃতা করেন জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহবুব-উল-আলম, ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ ফাররোখ, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির উপদেষ্টা মীর রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ নূর-ই আলম হোসেনসহ অন্যরা।

এ সময় বক্তারা যানবাহন চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে নিসচার স্থানীয় ৩৪ জন সদস্যের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। পরে মিলাদ মাহফিল ও দোয়া খায়েরের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন