ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
জয়পুরহাটে গভীর রাতে শীতার্তদের মাঝে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাটে গভীর রাতে শীতার্তদের মাঝে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সরকারি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীরা গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'চ্যাপম্যান অফ দ্য হিউম্যানিটি' নামে একটি ফেসবুক পেজ খোলেন শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান সাম্য। মূলত মানবিক কাজের একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম এটি। এ কাজে বিভিন্নভাবে সহযোগীতা করছে তার বন্ধু নাবিল, মোনাফ, মনির মাহিসহ অন্যান্যরা।

তারা সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে মানবিক কাজ করতে উৎসাহিত করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব মানুষের জন্য কিছু করা।

এরই ধারাবাহিকতায় হাতখরচের টাকা জমিয়ে এবং নিকটতম আত্মীয় স্বজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা বৃহস্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকার অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

এ সময় তারা মানবতার এই যাত্রায় তাদের সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা জানায়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন