ডার্ক মোড
Tuesday, 21 January 2025
ePaper   
Logo
জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি

জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি

নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের ভোটার করতে হাসপাতালে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালক এ মো. আব্দুল মমিন সরকার এ সংক্রান্ত একটি চিঠি তিন হাসপাতালে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, জাতির ক্রান্তিলগ্নে জুলাই অভ্যুত্থানে যেসব বীর সেনানী মহান বিপ্লবের মাধ্যমে আমাদের বিজয় এনে দিয়েছেন তারা এখনও হাসপাতালের বেডে চিকিৎসারত রয়েছেন। আমরা সেসব সূর্য সন্তানদের তথ্য ও বায়োমেট্রিক হাসপাতালে গিয়ে সংগ্রহ করতে চাই। এছাড়া হাসপাতালে চিকিৎসারত যেসব ছাত্র-জনতা আগে ভোটার হয়েছেন তাদের মধ্যে এনআইডিতে কোনো ভুলভ্রান্তি থাকলে অথবা হারিয়ে গেলে সে ব্যাপারেও সহযোগিতা করা হবে।

এই অবস্থায়, আপনার প্রতিষ্ঠানে চিকিৎসারত আহত ছাত্র-জনতাদের তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে প্রস্তুত রাখার জন্য আপনার সহযোগিতা কামনা করছি।

এ প্রসঙ্গে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর বলেন, আমরা এরইমধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ৪০ জন এবং পঙ্গু হাসপাতালে ২০ থেকে ২৫ জনের তথ্য সংগ্রহ করেছি। মঙ্গলবার আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাব। আমরা খবর পেয়েছি ওখানে ৩০ থেকে ৩৫ জন ফরম পূরণ করে ভোটার হবেন। এরপর আগামী বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাব। এছাড়া অন্য কোনো হাসপাতালের খবর পেলেও আমরা সেখানে লোক পাঠাব। কারণ ওরাই এটার হকদার। আমাদের ওদের কাছে যাওয়া উচিত বলে জানান ডিজি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন