ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মানববন্ধন

জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে আইনজীবি ও বৈষম্য বিরোধী ছাত্রদের পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালতে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (১১ মার্চ) পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসুচি পালন করে।

জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে জেলা আইনজীবী সমিতি এই মানববন্ধন চলাকারে বক্তব্য রাখেন-জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়ালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, সহ সভাপতি অ্যাডভোকেট জামিল হাসান তাপস, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, অ্যাডভোকেট দিদারুল ইসলাম, আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবু তাহের তারা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল প্রমুখ। এ সময় আইনজীবি সহকারি সমিতিও মানববন্ধনে অংশ গ্রহণ করে। আইনজীবিরা ছাত্র নামধারী সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অপরদিকে একইদিন সরকারি আশেক মাহমুদ কলেজে পাল্টা মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল ইহসান, আফরিন জান্নাত আখি, রেদুয়ান খন্দকার মাহিনসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা প্রতিবন্ধীকে ধর্ষণ মামলা আসামীর জালিয়াতির আশ্রয়ে জন্ম সনদ তৈরি করে আদালতকে প্রভাবিত করতে এবং আসামীকে নির্দোষ প্রমাণের জন্য শিশু হিসেবে আখ্যায়িত করে। আদালতে আইনজীবীরা ধর্ষকের পক্ষে শক্ত অবস্থান নেয়। আর সাধারণ শিক্ষার্থীরা ধর্ষকের বিপক্ষে অবস্থান নিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি করে আসামীর বয়স কমানোর ব্যাপারে আইনজীবীদের কাছে এর জবাবদিহি চায়।

এ সময় আইনজীবীরা মব জাস্টিস সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও মারধর করে। তাদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন