ডার্ক মোড
Tuesday, 21 May 2024
ePaper   
Logo
জাতীয় পদক প্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের দাফন সম্পন্ন

জাতীয় পদক প্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের দাফন সম্পন্ন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক,মুক্তিযুদ্ধের একজন সফল সংগঠন, শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় হাট দ্বারিয়াপুর সম্মিলনী বিদ্যালয় মাঠে জানাজা শেষে বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুর সংবাদ জানার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে তাঁকে দেখার জন্য কিছু সময় বিদ্যালয় মাঠে রাখা হয়। সেখানে হাজারও মানুষ একনজর দেখার সুযোগ পান।

জানাজায় অংশগ্রহণ করে কাজী ফয়জুর রহমানের স্মরণে বক্তব্য রাখেন সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, হাট দ্বারিয়াপুর সম্মিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিন,সাবেক বাংলা একাডেমির চেয়ারম্যান ও বিশিষ্ট ছড়াকার আবু সালেহ, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুল আলম হিরো, কাজী তারিকুজ্জামান কাজী ফয়জুর রহমান এর সন্তান ওলি রহমান প্রমূখ।

এছাড়া জানাজায় তার স্কুল/কলেজের ছাত্রসহ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সাবেক এই প্রধান শিক্ষক মুক্তিযুদ্ধের সংগঠন,শিক্ষাবিদ ও রাজনীতিবিদের পাশাপাশি তিনি শ্রীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। এছাড়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তাঁর দলের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের (শ্রীপুর ও মহম্মাদপুর) সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

তিনি বৃহত্তর যশোর জেলার যশোর বোর্ডের মধ্যে শ্রেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কারে ভূষিত হন। (উল্লেখ্য গতকাল তিনি ঢাকার শ্যামলীর বাসায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (এনআইসিভিডি) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। ( ইন্না লিল্লাহি ------রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।)

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন