ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ড. রেজোয়ান সিদ্দিকী আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ড. রেজোয়ান সিদ্দিকী আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী আর নেই।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ড. রেজোয়ান সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার এলাসিন গ্রামে। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে অধুনালুপ্ত দৈনিক বাংলায় গ্রুফ রিডার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেখানে সিনিয়র সহকারী সম্পাদক, ফিচার এডিটর, সিনে সম্পাদক ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছাড়াও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ড. রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন