জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেস ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। ক্লাবের প্রায় ৩ শতাধিক সদস্য চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে সকালে এই চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও স্বাস্থ্য সেবা উপকমিটির আহ্বায়ক একেএম মহসীন।
চক্ষু শিবির বাস্তবায়নে চিকিৎসা এবং লজিস্টিক সাপোর্ট দিয়েছে প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতাল।
প্রসঙ্গত, জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্য সেবা উপকমিটির এটি দ্বিতীয় আয়োজন। এর আগে ডেন্টাল ক্যাম্প আয়োজন করে সদস্যদের সেবা দেয়া হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন