ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ।

 বছরের নারী দিবসের প্রতিপাদ্য “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”। আলোচনা সভায় সভাপতি হাসান হাফিজ বলেন, নারীদেরকে আমরা সামগ্রিকভাবে বঞ্চিত রাখি। নারী নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে এ জন্য পুরুষরাই দায়ী। নারীদের আরো সচেতন হতে হবে। সাম্প্রতিক একটি ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন নারী দিবস পালন করতে না হয়। নারীকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে তাদের দেখতে চাই। নারীদের অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তারা আরো এগিয়ে যাবে।

শুভেচ্ছা বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন বলেন, শুধু নারী দিবস পালন করলেই হবে না, নারীদের সর্বক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে নিতে হবে। এজন্য আমাদের ভূমিকা রাখতে হবে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাদের নিয়ে শুধু লোক দেখানো কথা বললে হবে না তাদের ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজও সত্য সুন্দর’ রবীন্দ্রসঙ্গীতের সাথে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সদস্য শিরিন সুলতানা, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, উল্কা হোসেন, মাহাশরুপা টুবন, দেওয়ান মাসুদা সুলতানা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন