ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
ক্লাব সদস্য খন্দকার রাশিদুল হক নবা আর নেই

ক্লাব সদস্য খন্দকার রাশিদুল হক নবা আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাব সহযোগী সদস্য ও জনসংযোগ ব্যক্তিত্ব খন্দকার রাশিদুল হক নবা আর নেই। রবিবার রাতে তিনি ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া খন্দকার রাশিদুল হক নবা-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন