ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভা

আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার সকাল ১১ টায় আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষ গোলটেবিল আলোচনা সভার সংগঠনটির সাধারন সম্পাদক আজিবার রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালাহ উদ্দিন আহমেদ (সদস্য জাতীয় স্থায়ী কমিটি , বাংলাদেশ জাতীয়তাবাদী দল)। প্রধান অতিথি তার বক্তব্য সারাদেশে গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এবং সম্পাদক, সাংবাদিকদের কাজ করার স্বাধীনতা নিয়ে ওনার সুন্দর বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়া আরও বলেন, আওয়ামী লীগ, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ।সেই আওয়াজ আমরা ওঠাচ্ছি। অন্তর্বতী সরকারকে উদ্দেশ্য করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে একদিকে চাবেন তারা রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার আপনারা তাদের বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচি বাধা দিবেন, এতো স্ব-বিরোধিতা ঠিক নয়।

আমরা স্পষ্ট করে বলে দিতে চাই , বৈপ্লবিক গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আমরা তাদের এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি । তিনি সারাদেশের সম্পাদক ও সাংবাদিকদের কর্ম ক্ষেত্রে সমস্যা গুলো সমাধানের চেষ্টার আশ্বাস দেন । আঞ্চলিক সম্পাদক পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই সংগঠনটি সারাদেশের সম্পাদকদের নিয়ে কাজ করার ক্ষেত্রে উনি সহযোগিতার আশ্বাস দেন। জনাব সালাউদ্দিন আহমেদ দেশের জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, দেশে সংস্কারের সাথে সাথে নির্বাচনের প্রস্তুতি প্রয়োজন এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগ ছাড়া যত দল আছে সবাই দল ,মত ,নির্বিশেষে বাস্তবতার প্রেক্ষিতে জাতীয় ঐক্য গড়ে দেশের জন্য সবার কাজ করতে হবে । ফ্যাসিবাদ নির্মূল করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ফজলুর রহমান (উপদেষ্টা, চেয়ারপার্সন, বিএনপি) মূল্যবান বক্তব্য রাখেন।

আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ খান এর কার্যক্রমের প্রশংসা করেন এবং জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা নিয়ে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই দেশের প্রত্যেকেই অংশগ্রহণ করেন । তবে এই দ্বিতীয় স্বাধীনতার পর বর্তমানে দ্রুত পরিস্থিতি নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। কারণ বর্তমান সব ক্ষেত্রে দেশে অরাজকতা ও অস্থিরতা বেড়েই চলেছে মানুষ কোন সমস্যার বিচার চাইবার জায়গা পাচ্ছে না ।

আলোচকদের মধ্যে এরফানুল হক নাহিদ,(সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) বলেন, জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা আজকের এই আলোচনা অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আঞ্চলিক সম্পাদক পরিষদ সভাপতিকে ধন্যবাদ জানান এবং বিগত দিনের সারাদেশে যেসব পত্রিকা ও টিভির সাংবাদিকদের শুধু দলীয় কারণে চাকরীচ্যুত হয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেবার কথা বলেন। গণমাধ্যমে যেসব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে সেসব প্রতিষ্ঠান খুব দ্রুত চালু হবে । এই আলোচনার সভায় আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ খান তার সুন্দর বক্তব্য উপস্থাপন করেন । নানা যুক্তির মাধমে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতার অনুষ্ঠানের আয়োজনের গুরুত্বের কথা আলোচনায় তুলে ধরেন । সারাদেশে বিভিন্ন পত্রিকার সম্পাদকগন এই ১৭ বছরে নির্যাতন ও বঞ্চনা সহ্য করে টিকে আছেন । প্রতিহিংসার মাধ্যমে তাদের পত্রিকা চালিয়ে আসছেন, সেসব সম্পাদকগণের সমস্যা সমাধানের জন্য তিনি এই সংগঠন গঠন করেছেন।

এই সংগঠন চেষ্টা করছে সারাদেশে এর কার্যক্রম পরিচালনা করার । বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতার বিষয়টি নিয়ে দেশের সবত্রই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সম্পাদক ও পত্রিকার স্বাধীনতার কথা তুলে ধরে এবং সমাধান করবেন এবং সব দল, মত, নির্বিশেষে এক হয়ে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করব । আলোচনা অনুষ্ঠানে আরও আলোচক বৃন্দের মধ্যে অংশ নেন প্রিন্সিপাল এম.এ.মোনায়েম , (সহ-সম্পাদক, দৈনিক প্রেস জার্নাল)। তিনি তার পত্রিকা বের করার সময়ে নানা বাধা বিপত্তির কথা তুলে ধরেন এবং আজকের আলোচনার বিষয়টি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সেই কথাও বলেন লিয়াকত আলী খান ,(সহ-সম্পাদক ,নোয়াখালী সফল বার্তা )। তিনি তার বক্তব্য জানান , বিগত সরকার দলীর কারণে তার পত্রিকা বন্ধ করার নানা কৌশলের কথা এবং তাকে অত্যাচারের কথা । জিয়া আহমেদ (উপ-সম্পাদক, বাংলাদেশ সময়)। এই আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিয়ে কথা বলেন। এবং আজকের আলোচনা অনুষ্ঠানের জন্য আঞ্চলিক সম্পাদক পরিষদকে ধন্যবাদ জানান । দৈনিক এশিয়ান এইজ এর নিউজ এডিটর সুজন আহমেদ আঞ্চলিক সম্পাদক পরিষদের এই পথচলার সফলতা কামনা করেন।

আজিবার রহমান (সম্পাদক, দৈনিক রাজশাহীর আলো) তিনি আঞ্চলিক সম্পাদক পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। এই সংগঠনের মাধ্যমে সারাদেশের সম্পাদকগণ উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করেন । এছাড়া আলোচনা অনুষ্ঠানে সংগঠনের কোষাদক্ষ মাসরেকা মনা ও সদস্য হোসাইন আহমেদ উপস্থিত ছিলেন । আলোচনা অনুষ্ঠানটি মোঃ জামাল উদ্দিন মীর কোরআন তেলাওয়াত করেন । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ সেলিম পারভেজ সম্পাদক দৈনিক একুশের আলো । আঞ্চলিক সম্পাদক সংগঠনের সভাপতি সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন