ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
জাজিরায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

জাজিরায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

শরীয়তপুর প্রতিনিধি

তীব্র দাবদাহ বিপর্যস্ত হয়ে উঠেছে শরীয়তপুর সহ সারা দেশের জনজীবন।এছাড়াও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইস্তিকার নামাজ আদায় করেছেন জাজিরা উপজেলার বিভিন্ন বয়সের মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে বৃষ্টির প্রত্যাশায় দোয়া করেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সারে ৯টার দিকে জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার মাঠে কয়েকশ মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। বিশেষ নামাজে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুর রব হাসেমী।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুরে এক সপ্তাহর বেশি সময় ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

আবুল কাসেম নামে এক মুসল্লি বলেন, আমার বয়স ৬০ বছর। আমার জীবনে আমি এমন গরম দেখি নাই। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ পাক যেন বৃষ্টির মাধ্যমে পরিবেশটা শীতল করে দেয়।

নামাজে আগত জাহিদ হাসান নামে একজন বলেন, তীব্র খরতাপে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সকলে সমবেত হয়েছে।

জাজিরা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান বলেন, টানা দাবদাহে মানুষ খুব কষ্টে আছে। আল্লাহ তায়ালা বৃষ্টির জন্য সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। সেজন্যই সবাই একত্রিত হয়ে ইস্তিস্কার সালাত আদায় করেছি।

বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনাকারী মাওলানা আব্দুর রব হাসেমী বলেন, তীব্র দাবদাহ ও প্রখর রোদে জনজীবন বিপর্যস্ত। এতে পরিবেশের ওপর প্রভাব পড়েছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। শুধু তাই না তীব্র দাবদাহের কারণে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ ইস্তিকার নামাজ আদায় করলাম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন